আলহামদুলিল্লাহ, CSTE Alumni Association এর ২য় পর্যায়ের ত্রাণ বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

📅 তারিখ: ২৭ আগস্ট ২০২৪
📍 স্থান: কুড়িগ্রামপুর (মাইজদী হাউজিং দক্ষিণ মোড়) এলাকা

এই উদ্যোগের মাধ্যমে নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত পেশাজীবীদের মধ্যে ৪০টি উপহার প্যাকেজ বিতরণ করা হয়েছে। সুবিধাভোগীদের মধ্যে ছিলেন টেইলার্স, ইলেকট্রিশিয়ান, দোকানের কর্মচারী, রাজমিস্ত্রী, বাবুর্চি, এবং অন্যান্য দরিদ্র জনগোষ্ঠী।

প্যাকেজের বিবরণ:

✅ ৩ কেজি চাল
✅ ২ কেজি আলু
✅ ১/২ কেজি পেঁয়াজ
✅ ১/২ কেজি ডাল
✅ ১/২ লিটার তেল
✅ ৫০ গ্রাম হলুদ
✅ ৫০ গ্রাম মরিচ
✅ ১ কেজি লবণ

এই উদ্যোগে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। মানবতার সেবায় আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

Posted At: 1 March 2025