আমরা আনন্দের সাথে জানাতে চাই যে আমাদের CSTE ডিপার্টমেন্টের এলামনাই এসোসিয়েশন পুনর্মিলনী এবং AGM অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। সম্ভাব্য ডেট ২১ জুলাই । CSTE ডিপার্টমেন্টের ১ম থেকে ১৩ ব্যাচ পর্যন্ত সবার অংশগ্রহন কামনা করছি। আমরা আমাদের নোবিপ্রবি ক্যাম্পাসে অথবা ঢাকাতে অনুষ্ঠান করার প্ল্যান করছি। এক্ষেত্রে যারা অংশ নিতে ইচ্ছুক তাদের নিচের ফর্মটি পূরন করার অনুরোধ করা হল। আপনাদের অংশগ্রহনের উপর ভিত্তি করে স্থান এবং ফী এর পরিমান নির্ধারন করা হবে। রিইউনিউনের মাধ্যমে আমরা আমাদের পূর্বের সম্পর্কগুলো দৃঢ় করতে পারবো এবং যেহেতু আমাদের বর্তমান কমিটির মেয়াদ শেষ তাই উক্ত AGM অনুষ্ঠানে ইলেকশন কমিশনও গঠন করা হবে যাতে নতুন কমিটি নির্ধারন করা যায়।
ডেডলাইনঃ এই ফর্মটি অবশ্যই ২৬ জুনের মধ্যে পূরন করতে হবে। তাহলে আমাদের ডিসিশন নিতে সুবিধা হবে।
https://forms.gle/4DnsZgybjGCT4G6E7