
CSTE Alumni Association এর দ্বিতীয় কমিটির পক্ষ থেকে সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন।
সকল সদস্যেদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১-০৫-২০২১ তারিখ, শুক্রবার রাত ৮.৪৫ মিনিটে CSTE Alumni Association এর দ্বিতীয় কমিটির দায়িত্বগ্রহণ পরবর্তী সাধারণ সভা বর্তমান উদ্ভূত বৈশ্বিক প্যান্ডেমিক পরিস্থিতির কারণে ভিডিও কনফারেন্সিং (Zoom Platform) এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সভাপতিত্ব করেবন CSTE Alumni Association এর দ্বিতীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আজাদ। সভার ভিডিও কনফারেন্সিং সংক্রান্ত লিংক ও পাসওয়ার্ড সদস্যদের ইমেইল আইডিতে প্রেরণ করা হবে।
উক্ত সাধারণ সভায় সদস্যদের উপস্থিত থাকা অত্যন্ত জরুরি। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করা হচ্ছে।
Md. Kamrul Hasan Setu
Communication & Publication Secretary
CSTE Alumni Associatio